Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত

মাসিক সভার সিদ্ধান্ত

ক্রঃ নং

আলোচনা সূচী

আলোচনা

সিদ্ধামত্ম

দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০১

কৃষি বিষয়ে-রবি ফসল/ বোরো চাষ

সভায় কৃষি বিষয়ে রবি ফসল বিষয়ে উপস্থিত জনাব মোঃ মাজেদুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা জানান যে, বর্তমানে রবি মৌসুম চলছে সেই সাথে বোরো মৌসুম শুরম্ন হতে যাচ্ছে। এই মৌসুমে সব রকমের রবি ফসল ভালো ফলন হবে মর্মে সভায় জানানো হয়। বোরো মৌসুমে সেচ সুবিধা, কীটনাশক প্রয়োগ, সার ব্যবহার ইত্যাদি বিষয়ে বিসত্মারিত আলোচনা করা হয়।

আলোচনামেত্ম রবি ও বোরো মৌসুমে সার প্রয়োগ, রবি ফসলের পোকা- মাকড় দমনে পরামর্শের জন্য সিদ্ধামত্ম গৃহিত হলো।

 

০২

মৎস চাষ ও তার প্রতিকার

সভায় মোঃ রফিকুল ইসলাম ফিল্ড অ্যাসিসটেন্ট উপজেলা মৎস অফিসের প্রতিনিধি মৎস বিষয়ে মৎস চাষীদের বিভিন্ন পরামর্শ দানের জন্য ইউপি ভবনে ০১টি ঘর অফিস হিসাবে দেওয়ার জন্য আবেদন জানান।এবিষয়ে সভায় বিসত্মারিক আলোচনা করা হয়।

 আলোচনামেত্ম চেয়ারম্যান সাহেব জানান যে, আপাততঃ ইউপি অফিসে ঘর ফাকা নেই। পরবর্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব আশ্বাস প্রদান করেন।

ইউপি

 

ক্রঃ নং

আলোচনা সূচী

আলোচনা

সিদ্ধামত্ম

দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০৩

পরিবার পরিকল্পনা বিষয়ে অগ্রগতি

সভায় উপস্থিত এফ ডাবিস্নউ এ জনাব মোঃ আঃ মালেক কে বিগত জানুয়ারী হতে ফেব্রম্নয়ারী ২০১৩ মাসের বানেশ্বর ইউনিয়নের  পরিবার পরিকল্পনার অগ্রগতির বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ জানানো হয়। তিনি অগ্রগতির বিভিন্ন তথ্য আগামী সভায় পেশ করার জন্য অনুরোধ জানান। তিনি আরও জানান যে, লোক বলের অভাবে যথা সময়ে প্রতিবেদন দাখিল করা সম্ভব হয় না। তার পরেও জাতীয় স্বার্থে সরকারী নির্দেশনা পালনের জন্য সভায় বিসত্মারিত আলোচনা করা হয়।

সরকারি নির্দেশনা পালনসহ প্রতি ২ মাস অমত্মর ইউডিসিসি কমিটির সভায় পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন অগ্রগতি সভায় উপস্থাপনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহিত হয়।

এল ডাবিস্নউ এ, পুঠিয়া, রাজশাহী